কাব্যের কবিতা
- রনি পারভেজ - আলোড়ন ২৯-০৪-২০২৪

কবিতা কবির পরিচয়
কাব্যিক মায়ায় কত জয় পরাজয়
নত শিরে কাদে সুউচ্চ হিমালয়
সে তো কবি কষ্ট বুকে চোখ অশ্রুময়
ম্রিয়মান থাকে আবছা আলোয়
প্রতিক্ষার পঞ্চাতে আসে উষার উদয়
ব্যাথার কষাঘাতে মন বেদনাময়
কাব্যের কবিতায় তা প্রকাশিত হয়
শব্দের গাঁথনি মালায় না থাকে ভয়
কষ্ট নিজের যা তা অন্যের নয়
কবি সে কবি ঘুমের ঘোরে স্বপ্নময়
কণ্টকাকীর্ণ যার রক্তাক্ত হৃদয়
বিবাদী বিধাতা কভু না হয় সদয়
হাস্য মুখের মানুষ ভরা এই লোকালয়
কাব্যের কবিতা শুধু কি ছন্দময়
মুখ মুখোশের আড়ালে শত অভিনয়

লেখকঃ #JD
২৫-০৭-২০১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

jd_pervaz
১৭-০৫-২০২০ ২৩:২৬ মিঃ

এভাবেই পাশে থাকবেন

M2_mohi
১৭-০৪-২০২০ ১৩:০৬ মিঃ

মনোমুগ্ধকর লিখনশৈলি ।